শিক্ষা মানুষকে আলোকিত করে সমাজে তাঁর পূর্ণতা বিকাশের জন্য। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। মানসম্পন্ন জনসমাজ তৈরীতে নারী শিক্ষার বিকল্প নেই। আর এ লক্ষ্যকে সামনে রেখেই তৎকালীন সুধীবৃন্দ ১৯৭৭ সালে এই বিদ্যালয়টির প্রতিষ্ঠা করেন। জন্মলগ্ন থেকেই নানা প্রতিকুলতার মাঝে ধীরে ধীরে নারী শিক্ষায় উত্তরণ করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যার প্রতিফলন বিরলের জনসমাজ উপভোগ করছে। তথ্য ও প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান, মান সম্পন্ন জনসমাজ গড়ার ধারাবাহিকতা বজায় রাখতে সকলের দৃষ্টি কামনা করছি।
কপিরাইট © 2026 ডিজাইন এবং ডেভেলপমেন্ট মোহাম্মদ রবিউল হোসেন