মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণের সেপ্টেম্বর’২০২০ মাসের বেতন ভাতাদির সরকারি অংশ (এমপিও) প্রদানের বিষয় অনুমােদন সংক্রান্ত কমিটির সভা “জুম ক্লাউড মিটিং” এ জনাব সফিউদ্দিন আহমদ, মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর সভাপতিত্বে আগামী ১৭/০৯/২০২০ খ্রি: বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় অনুষ্ঠিত হবে।
সভার আল্যেচ্য বিষয়:
০১. মাদ্রাসার ইনডেক্সধারী শিক্ষক/কর্মচারীগণের এমপিও (বকেয়াসহ)।
০২. ইনডেক্সধারী শিক্ষক/কর্মচারীগণের টাইম স্কেল/সিলেকশন গ্রেড।
০৩. ইনডেক্সধারী শিক্ষক/কর্মচারীগণের বিএড স্কেল।
০৪. সহকারি অধ্যাপক পদের স্কেল।
০৫. সহকারি লাইব্রেরিয়ান পদের এমপিও।
০৬, মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের এমপিও |
০৭. বিবিধ।
উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে প্রয়ােজনীয় কাগজপত্রাদিসহ উপস্থিত থাকার/সংযুক্ত থাকার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
সকল নোটিশ
